ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে মোস্তাফিজুর রহমান (মোস্তফা)কে 'আহবায়ক' এবং আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদকে 'সদস্য সচিব' করা হয়েছে।
এছাড়াও শফিকুল ইসলাম বেবুকে ১ নং যুগ্ম আহ্বায়ক, হাসিবুর রহমান হাসিবকে ২নং যুগ্ম আহ্বায়ক এবং তাসভীর উল ইসলাম সদস্য করা হয়েছে।
গত (০৬ অক্টোবর ২০২৪ ইং) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।