ঢাকা প্রেস নিউজ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এই সফর করবেন।
বাংলাদেশের স্থায়ী মিশন থেকে বুধবার এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ও নিশ্চিত করেছে যে, গুতেরেস বাংলাদেশে সরকারি সফর করবেন ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত।
গত ৭ ফেব্রুয়ারি, নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাতে সরকারের রোহিঙ্গা ইস্যু ও অন্যান্য অগ্রাধিকার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. খলিলুর রহমান তাঁকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
এদিকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পাঠানো এক চিঠিতে গুতেরেস বলেছেন, ‘‘বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দাতা হিসেবে যে ভূমিকা পালন করছে, তার প্রতি সমর্থন নিশ্চিতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করতে চেষ্টা চালিয়ে যাবে। রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আঞ্চলিক অংশীদার, আসিয়ান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বিশেষ দূতের মাধ্যমে কাজ করব।’’
তিনি আরও বলেন, ‘‘জাতিসংঘ অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গাদের মধ্যে জরুরি ত্রাণ সমন্বয়, মিয়ানমারের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে রাখাইনসহ পুরো মিয়ানমারে নিরাপদ, দ্রুত, টেকসই এবং বাধাহীন মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করবে।’’
গুতেরেস আশ্বস্ত করেছেন যে, রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ একটি উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে বিশ্বব্যাপী নতুন মনোযোগ আকর্ষণ হবে এবং রোহিঙ্গা ও অন্য সংখ্যালঘুদের জন্য একটি বিস্তৃত সমাধান বের করতে সহায়তা করা হবে।
রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও এ অঞ্চলের ওপর এর প্রভাব, রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত পোষণ করেছেন গুতেরেস। তিনি আরো জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়াকে জাতিসংঘ পূর্ণ সমর্থন দিচ্ছে।