চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির আওতাধীন সি ইউনিটের উদ্যোগে নারিকেলতলা এলাকার ৩ নম্বর কেন্দ্রে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. মাহাবুব এলাহী। সভা যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক নগর ছাত্রদল সহসভাপতি মো. হোসেন টিটু ও রাশেদুজ্জামান রাসেল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক মো. নূরুজ্জামান কন্ট্রাক্টর। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সহসভাপতি মো. শাহজাহান ও মো. আলী সাজু। এছাড়াও বক্তব্য দেন প্রবীণ বিএনপি নেতা মো. শাহজাহান সাজু, সিনিয়র বিএনপি নেতা মো. আইয়ুব, সাবেক যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান পারুল, প্রবীণ নেতা মো. আব্দুর রউফ, তরুণ বিএনপি নেতা মো. শাহজাহান সওদাগর, সাবেক ছাত্রদল নেতা ও যুব সংগঠক ইকবাল হোসেন সুমন এবং ইপিজেড থানা যুবদল নেতা মো. সাদ্দাম হোসেন।
মতবিনিময় সভায় কেন্দ্রভিত্তিক সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার মো. বাবুল, লুৎফর রহমান ও মো. বাহাদুরসহ বিভিন্ন কেন্দ্রের নেতারা মতামত তুলে ধরেন। এ সময় তারা বিএনপির কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সভায় উপস্থিত নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।