আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। এই টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার সকাল ১১টায় হযরত শাহজালাল বিমানবন্দরে নামে আফগানরা। এরপর সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় হোটেল সোনারগাঁওয়ে।
এই টেস্টের জন্য কদিন আগেই দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। হাসমতউল্লাহ শহীদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে এসিবি। একাদশে জায়গা হয়নি দেশটির তারকা লেগ স্পিনার রশিদ খানের। পীঠের চোট কাটিয়ে ফেরা এই তারকাকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে।