দুর্গাপূজার লম্বা ছুটি শেষে আজ থেকে ফিরল কর্মব্যস্ততা

প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৪ ১০:০৩ পূর্বাহ্ণ ৪৭৩ বার পঠিত
দুর্গাপূজার লম্বা ছুটি শেষে আজ থেকে ফিরল কর্মব্যস্ততা

ঢাকা প্রেস নিউজ (বার্তা কক্ষ):-


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত চার দিনের দীর্ঘ ছুটির পর আজ, ১৪ অক্টোবর, সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার পুনরায় খুলেছে। দীর্ঘ বিরতির পর কর্মজীবীরা আবারও নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

 

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১০ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। এর আগে, ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৩ অক্টোবর রোববার পূজার শেষ দিন ছিল। এই তিন দিনের সঙ্গে বৃহস্পতিবার যোগ হয়ে চার দিনের দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়।

 

দুর্গাপূজা, ফাতেহা, লক্ষ্মীপূজা এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ মোট ১১ দিনের এই ছুটিতে শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে সময় কাটিয়েছে।

 

দীর্ঘ ছুটির পর কাজের চাপ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালন করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।