একসাথে বেড়ে ওঠা, অবশেষে একসাথেই মৃত্যু

প্রকাশকালঃ ২০ আগu ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ ৩৯১ বার পঠিত
একসাথে বেড়ে ওঠা, অবশেষে একসাথেই মৃত্যু

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের রাজিবপুরে বা‌ড়ির পা‌শে খা‌লে জ‌মে থাকা পা‌নি‌তে প‌ড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখীউরা গ্রামের দুলালমোর এলাকায় এ ঘটনা ঘটে।
 


 

মারা যাওয়া দুই শিশু হলো- পাখীউরা গ্রামের আব্দুল আলীমের ছেলে হোসাইন (২) ও আরমান আলীর ছেলে কামরুল হাসান (২)। তারা সম্প‌র্কে চাচাতো ভাই। একই বয়সী দুই ভাই কিছুদিন ধ‌রে একসঙ্গে হাঁট‌তে শিখেছিল। 

 

দুই শিশুর পরিবার সূ‌ত্রে জানা গে‌ছে, কেবল হাঁটতে শেখা হোসাইন ও কামরুল সোমবার বিকা‌লে হালকা বৃষ্টির মাঝে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যা‌য়ে বা‌ড়ি থেকে ৩০-৪০ গজ দূরে খা‌লের পা‌নি‌তে তাদের ভাসতে দে‌খেন দা‌দি। স‌ঙ্গে স‌ঙ্গে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

 

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’