চট্টগ্রামের আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ও ব্লক নির্মাণ প্রকল্পে বালু-পাথর সরবরাহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ সংঘর্ষ ঘটে। এর আগে সন্ধ্যায় উপজেলার সিইউএফএল বাজার এলাকায় বিএনপি নেতা আব্দুল গফুরের ওপর হামলা চালানো হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। পরে তার অনুসারীরা প্রতিবাদ মিছিল বের করলে উত্তেজনা আরও বাড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারকি সমুদ্র সৈকত এলাকায় ১৯৬ কোটি টাকা ব্যয়ে ২.৭৫ কিলোমিটার বেড়িবাঁধ ও ব্লক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। ওই প্রকল্পে নির্মাণসামগ্রী সরবরাহ নিয়ে স্থানীয় বিএনপির আব্দুল গফুর এবং অপর একটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে হামলা, পাল্টা হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহতদের মধ্যে পুলিশের মো. কামাল (২৫), বিশাল চক্রবর্তী (২৭), ও মো. আবু তালেব (২৫) ছাড়াও বিএনপির প্রায় ১৫ জন নেতাকর্মী রয়েছেন।
ঘটনার পর বিএনপির একটি পক্ষ সুজন নামে একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিএনপি নেতা আব্দুল গফুর জানান, তিনি প্রকল্পে নির্মাণসামগ্রী সরবরাহ করছেন। বিএনপির ফোরকান ও সাদেক তাকে চাঁদা দিতে চাপ দেন। চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা হয় এবং টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে ফের হামলা চালানো হয়। আমার সঙ্গে থাকা ইলিয়াস, সুজন ও মোতালেবকে তুলে নিয়ে যায় হামলাকারীরা। পরে মোতালেবকে আহত অবস্থায় ছেড়ে দিলেও অন্যদের খোঁজ মেলেনি।”
এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, “আবদুল গফুর বহিরাগত ও আওয়ামী লীগ সমর্থিত লোকজন নিয়ে এলাকায় শোডাউন চালান, যার প্রতিবাদে স্থানীয় নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন।”
আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”