সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরীর কুলখানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:২৬ অপরাহ্ণ   |   ৮৬ বার পঠিত
সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরীর কুলখানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে

ঢাকা প্রেস নিউজ

 

সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর কুলখানি আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ দিন বাদ আছর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
 

মরহুমের ছেলে নাদিম এ চৌধুরী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
 

ইনাম আহমেদ চৌধুরী সোমবার ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন। ওই দিন বিকেলে ঢাকার বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 

সরকারি চাকরি থেকে অবসরের পর ১৯৯৯ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পান।
 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, ২০১৮ সালের ডিসেম্বরে, তিনি বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেন। এরপর তাঁকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।