আখতার ইস্যুতে হাসনাতের ক্ষোভ, ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে আক্রমণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:১১ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
আখতার ইস্যুতে হাসনাতের ক্ষোভ, ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে আক্রমণ

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, “হাসিনার পুলিশ লীগ কিংবা কোর্ট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। তাহলে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত, দালালচক্র বিদেশে বসে তাকে দমন করবে— এটা ভাবাই যায় না।”

 


 

তিনি আরও সতর্ক করে বলেন, “আওয়ামী দালালদের পক্ষে টকশো আর কলামে যারা সম্মতি উৎপাদন করে, তাদেরও প্রত্যাখ্যান করা জরুরি। নইলে শিগগিরই তারাও এমন আক্রমণের শিকার হবেন।”
 

এর আগের দিন (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।
 

এই ঘটনাকে নিন্দা জানিয়ে হাসনাত বলেন, “আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি। কয়েকটা ডিম নিক্ষেপে আমাদের কিছু যায় আসে না। বরং প্রমাণিত হলো, আওয়ামী লীগ আসলেই একটি সন্ত্রাসী সংগঠন।”