শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসির উদ্যোগ

প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৪ ০১:৫২ অপরাহ্ণ ৫৭ বার পঠিত
শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসির উদ্যোগ

ঢাকা প্রেস নিউজ


কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে শিক্ষার স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।

 

ডিএনসিসি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর ও অধ্যক্ষদের নিয়ে আজ বিকেলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
 

ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।