 
                            
শ্রীলংকা প্রথম ইনিংসে ৫৩১ রান করেছিল। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৭৮ রানে অলাআউট হয়ে যায়। দ্বিতীয় ইংনিসে শ্রীলংকা অনেকটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে, ৭ উইকেটে তারা ১৫৭ রান তুলতে পারে। সবমিলিয়ে বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৫১১ রান। যা বাংলাদেশের ব্যাটিং প্রেক্ষাপটে অনেকটা কঠিনই বলা চলে। যদি এই ম্যাচে স্পেশান কোন পারফরম্যান্স না করা যায় তবে এই ম্যাচ জেতা অসম্ভব।
দ্বিতীয় ইংনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন হাসান মাহমুদ ১৫ ওভারে ৬৫ রান খরচায়। খালেদ আহমেদ নেন ২ টি উইকেট ও সাকিব আল হাসান নেন একটি উইকেট।
 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    