ঢাকা প্রেস নিউজ
ঢাকার ধানমন্ডি ৫ নম্বরে অবস্থিত শেখ হাসিনার বাসভবন, সুধা সদনের দুটি অংশে এখনও আগুন জ্বলছে—দোতলার একটি কক্ষ এবং নিচতলার লনে। আগুনের শিখা আর ধোঁয়ার কুণ্ডলী ঘিরে সেখানে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। কিছু ছিন্নমূল মানুষ ভাঙচুর হওয়া বাড়িটির পুড়ে যাওয়া আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।
ভোর থেকেই শুরু হয়েছে লুটপাট। মূল্যবান সামগ্রীসহ কিছুই বাদ যায়নি—আলমারি, সোফা, খাট এমনকি বাথরুমের কমোডও লুট হয়ে গেছে। হাতুড়ি ও শাবল হাতে কিছু মানুষকে জিনিসপত্র ভেঙে নিতে দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুরে এক মধ্যবয়সী নারী, যার নাম বকুল এবং বাসা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে, তিনি সুধা সদনের সামনে এসে বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানান। তবে আশপাশের কয়েকজনের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ায় একপর্যায়ে তিনি এলাকা ছাড়তে বাধ্য হন।