বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: চট্টগ্রামে আরেকটি মর্মান্তিক ঘটনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ আগu ২০২৪ ০৩:৩২ অপরাহ্ণ   |   ৮৩০ বার পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: চট্টগ্রামে আরেকটি মর্মান্তিক ঘটনা

ঢাকা প্রেস
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:-


চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ফটিকছড়ির পৌরসভার ৪নং ওয়ার্ডের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম মো. রমজান আলী প্রকাশ এবং তিনি সুন্দরপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিল্ডিংয়ের ছাদে সেন্টারিংয়ের কাজ করার সময় রমজান আলী ১১ হাজার ভোল্টেজের একটি তারের স্পর্শে আসেন এবং গুরুতরভাবে দগ্ধ হন।
 

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।