দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:-
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি এলাকার পাকুড়িয়া গ্রামে ঘটেছে এক মাস ৮ দিন বয়সী শিশুর চুরির ঘটনা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম বিজয় হোসেন, সে একই এলাকার বাবু ও সোনিয়া দম্পতির সন্তান। শিশুটির বাবা-মা দৌলতপুর থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে বিজয়কে বাড়ির বারান্দায় শুইয়ে রেখে তার মা সোনিয়া খাতুন গোসল করতে যান। এই সময় এক নারী, যিনি প্রতিবেশী হিসেবে পরিচিত, বিজয়কে আদর করার কথা বলে শিশুটিকে নিয়ে চলে যান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
বিজয়ের বাবা বাবু হোসেন জানান, ক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরে দেখেন শিশুটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে তারা থানায় জিডি করেন।
মা সোনিয়া খাতুন জানান, তিনি শিশুটির গোসল ও খাওয়া শেষ করে বারান্দায় শুইয়ে রেখে টিউবওয়েলে গোসল করছিলেন। তখন একজন নারী, যে প্রতিবেশী হিসেবে পরিচিত, শিশুটিকে কোলে নিয়ে আদর করতে করতে বাড়ির বাইরে নিয়ে যান এবং তারপর আর ফিরে আসেননি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, শিশুটির উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্তের অংশ হিসেবে, শিশুটির বাবা বাবু হোসেনের দুই স্ত্রী এবং পারিবারিক কলহের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আশা করছে, শীঘ্রই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে।