কুমিল্লায় গোমতী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রকাশকালঃ ২৩ আগu ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ ৭৮৪ বার পঠিত
কুমিল্লায় গোমতী বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কমিল্লা প্রতিনিধি:-




কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বাঁধ ভাঙার পর থেকেই উপজেলার পাঁচটি ইউনিয়ন- ষোলনল, পীরযাত্রাপুর, বুড়িচং সদর, বাকশিমুল এবং রাজাপুরের অধিকাংশ গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে।
 

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার জানান, বাঁধ ভাঙার কারণে জেলা সদরের সঙ্গে উপজেলা সদরের প্রধান সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন সংগঠন, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজে ব্যস্ত রয়েছেন।
 

পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জমান জানান, বাঁধ ভাঙার পরিমাণ আরও বাড়তে পারে। গোমতী নদীর পানি বিপৎসীমার অনেক উপরে উঠে গিয়েছে এবং বিগত ২৭ বছরের সর্বোচ্চ রেকর্ড ভেঙেছে।