পূর্বাচলে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশকালঃ ২১ জানুয়ারি ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ ১৯১ বার পঠিত
পূর্বাচলে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে রাজধানীর উপকণ্ঠে পূর্বাচল নিউ টাউনে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৪ উদ্বোধন করেছেন।

মেলায় স্থানীয় ও বিদেশি কোম্পানিগুলোর মোট ৩৫১টি স্টল রয়েছে। মেলায় প্রবেশমূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা।

মেলা সকাল ১০টায় খোলা হবে এবং সপ্তাহের দিনগুলোতে রাত ৯টায় বন্ধ হবে। সপ্তাহান্তে ছুটির দিনে দর্শনার্থীরা রাত ১০টা পর্যন্ত মেলায় থাকতে পারবেন। মেলায় যাতায়াতের সুবিধার্থে ফার্মগেট থেকে মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগের জন্য বাস পাওয়া যাবে।

এ বছর মেলায় স্থানীয় টেক্সটাইল, মেশিনারিজ, কার্পেট, প্রসাধনী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, পাট ও পাটজাত দ্রব্য, গৃহস্থালির পণ্য, চামড়া, জুতাসহ চামড়াজাত পণ্য, খেলাধুলার সামগ্রী, স্যানিটারি সামগ্রী, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, ভেষজ সামগ্রী, টয়লেট্রিস, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, হস্তশিল্প, গৃহসজ্জা, আসবাবসহ অন্যান্য পণ্য প্রদর্শিত এবং বিক্রি হবে। এছাড়াও, তুরস্ক, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, হংকং এবং ইরানের কোম্পানিগুলোও তাদের পণ্য মেলায় প্রদর্শন করবে।

বাণিজ্য মেলা দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও অর্থনীতির প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ মেলায় স্থানীয় ও বিদেশি কোম্পানিগুলো তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পায়। এতে করে নতুন নতুন পণ্যের প্রচার-প্রসার ও বিপণন সম্ভব হয়। এছাড়াও, মেলায় অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে।