ঢা প্রেস
আবুল কালাম আজাদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও ৫ বার সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন। সব মামলা থেকে বেকসুর খালাস পেয়ে দীর্ঘ তেরো বছর পর দেশে ফিরেছেন তিনি।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে দেশের মাটিতে অবতরণ করেন তিনি। এ সময় দল মত র্নিবিশেষে তাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভিন্ন শ্রেণীপেশার লক্ষাধিক মানুষের ঢল নামে। পরে তিনি জিয়াউর রহমান সাহেবর মাজার জিয়ারত করেন।