নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০১:২৪ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

আসন্ন নির্বাচনের আগে আনসার বাহিনীর নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির যৌথ বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
 

তিনি বলেন, “আনসারদের বর্তমানে যে অস্ত্র রয়েছে, সেগুলো অনেক পুরোনো হয়ে গেছে। সেই কারণেই নতুন ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
 

এ সময় তিনি আরও জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি-ওন ক্যামেরা কেনা হচ্ছে না। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই এসব ক্যামেরা সরবরাহ করা হবে। স্বচ্ছতার মাধ্যমে সরঞ্জাম ক্রয় করা হবে এবং বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে চূড়ান্ত করবে।
 

অর্থ উপদেষ্টা জানান, চাহিদা বৃদ্ধি পাওয়ায় এক কোটি ই-পাসপোর্ট বই কেনার জন্য বরাদ্দ অনুমোদন করা হয়েছে। টিকার সংকট বিবেচনায় ইপিআই টিকা কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
 

এ ছাড়া দাম নিয়ন্ত্রণে রাখতে আসন্ন রমজানের আগে চাল ও গম আমদানি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।