এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন

প্রকাশকালঃ ২২ আগu ২০২৩ ০৪:৩৯ অপরাহ্ণ ১৫৯ বার পঠিত
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন

শিয়া কাপ শুরু হতে বাকী আর মাত্র ৮ দিন। তার আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। চোটের কারণে আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না এই পেসারের। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে ওঠতে পারেননি তিনি। গণমাধ্যমকে এমনটায় জানিয়েছেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।  

আর তাই এবাদতকে ছাড়াই এশিয়া কাপে মিশন শুরু করতে হবে টাইগারদের। এর আগে এবাদতকে নিয়েই ১৭ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছেন না টিম ম্যানেজম্যান্ট। এবাদতের পরিবর্তে দলে ডাক পেতে পারেন তানজিম হাসান সাকিব অথবা খালেদ হাসান।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'ইবাদত পুরোপুরো ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাইছি না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে আমরা বদলি হিসেবে এশিয়া কাপে পাঠাব।'