গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে হাসপাতালে ভর্তি ৬০টির বেশি শিশু
প্রিন্ট করুন
প্রকাশকালঃ
০৮ অক্টোবর ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ
|
২৫৭ বার পঠিত
৬০টির বেশি শিশু গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এমন ঘটনা ঘটেছে ক্যারিবিয়ান দেশ জামাইকায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অর্থাৎ র্পূর্বে টুইটারের দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে জামাইকার শিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়, অস্বাভাবিক আচরণ করতে থাকে রংধনু রঙের চকলেট খেয়ে প্রাথমিক স্কুলের ৬০টির বেশি শিশু শিক্ষার্থী। অনেকে বমি করতে থাকে, অনেকে আবার অচেতন হয়ে পড়ে। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও সুস্থ করিয়ে তোলার জন্য কিছু শিশুর শিরায় ওষুধ প্রয়োগ করা হয়।
এ নিয়ে জামাইকার শিক্ষামন্ত্রী ফেভাল উইলিয়ামস এক্সে দেওয়া একটি পোস্টে লেখেন, প্রতিটি চকলেটে ১০০ মিলিগ্রাম টিএইচসি ছিল, যা একজন পূর্ণবয়স্ক গাঁজায় অভ্যস্ত ব্যক্তির জন্য যথেষ্ট। শিশুদের কাছে গাঁজা দিয়ে বানানো পণ্য বিক্রির বিরুদ্ধে লড়াই করব আমরা। আর তার জন্য আমাদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।