সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ তিন দিনের রিমান্ডে, আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ আগu ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ তিন দিনের রিমান্ডে, আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করা হয়েছে।
 

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. নাজমুল সাকীব কিরণের সাত দিনের রিমান্ড এবং আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
 

আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
 

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদসহ কয়েকজন কর্মসূচিতে অংশ নেন। ওই সময় তাপসসহ আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং গুলি করে। এতে ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে। পরবর্তীতে গত ২৯ অক্টোবর তিনি বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
 

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে বিজিবি কিরণকে আটক করে। পরে তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুলকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন তিনটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তাকেও কারাগারে পাঠানো হয়। বর্তমানে দুজনই কারাগারে আটক আছেন।