রংপুরে জোড়া হত্যা মামলায় দুইজনের ফাঁসি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৪ ০৫:৪৪ অপরাহ্ণ   |   ৩৯৮ বার পঠিত
রংপুরে জোড়া হত্যা মামলায় দুইজনের ফাঁসি

ঢাকা প্রেস রংপুর প্রতিনিধি:-


পীরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক মণ্ডল হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩ নভেম্বর) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পীরগঞ্জ উপজেলার নন্দপুর ফতেপুর গ্রামের মজিবর মন্ডলের ছেলে হারুন মন্ডল ও আব্দুর রশিদ ওরফে নান্নু মন্ডল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন আবুল হোসেনের ছেলে আকমল হোসেন।

রংপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফতাব উদ্দিন জানান, ২০১৮ সালের ২৮ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে পীরগঞ্জের মজিলা তাহেরপুর এলাকায় সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) ও আবদুর রাজ্জাক মণ্ডল (৪০) খুন হন। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা হলে তদন্ত করে পুলিশ চার্জশিট দাখিল করে।

আদালত সূত্রে জানা যায়, বিচারক বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের হাজতখানায় উপস্থিত ছিলেন।