অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধে সরকার কার্যকর ব্যবস্থা নেবে। তবে এর সফল বাস্তবায়ন মূলত নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপর।
বুধবার অর্থ মন্ত্রণালয়ে সর্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কালো টাকা নিয়ে প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে এ ধরনের অর্থের উৎস বন্ধ করাই হবে প্রধান করণীয়। ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। অর্থ মন্ত্রণালয়ও এতে সহযোগিতা করবে। তবে রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনতে হবে।
তিনি আরও জানান, সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “কোনো রাজনৈতিক দলের একজন নেতা নির্বাচন হবে না বললেই তা বন্ধ হয়ে যাবে না। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে।”
তিনি আরও জানান, ঋণখেলাপিরা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। ফেব্রুয়ারিতে একটি ভালো নির্বাচন উপহার দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এর জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।