কবিতা: আরেক বদরের ডাক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ মার্চ ২০২৫ ০১:৩০ অপরাহ্ণ   |   ২৮৫ বার পঠিত
কবিতা: আরেক বদরের ডাক

কবিতা: আরেক বদরের ডাক

কবি: মাওলানা এম এ মোহাম্মদ উল্লাহ,সহকারী মৌলভি পাঁচাহার মাজম পাড়া আলিম মাদ্রাসা।


 

আরেক বদর আসুক ফিরে, 
ফিলিস্তিনের প্রান্তরে। 
সেথায় কাঁদে মজলুম ভাই, 
সহ্য তো আর নাহি পাই। 

 

কেমন আছে সেই উপত্যকা, 
রক্ত ভেজা, মলিন মুখ ঢাকা। 
তাদের আর্তনাদ আকাশ ফুঁড়ে, 
নির্দয় আঘাত প্রতি ক্ষণে ঝরে। 

 

আবার আসুক সেই সাহসের ঝড়, 
মিথ্যা আর জুলুম হোক জর্জর। 
বদর যেমন এনেছিল আলো, 
ফিলিস্তিনেও ফুটুক তেমন ভালো। 

 

বিজয়ের নিশান উড়বে ফের, 
ফিলিস্তিনের আকাশে এবার। 
মুক্তির গান গাইবে সকলে, 
ভেঙে যাক সব আঁধার কালো। 

 

ইনশাআল্লাহ, সেই দিন আর দূরে নয়, 
ফিলিস্তিন হাসবে নির্ভয়। 
বদর তুমি ফিরে এসো আবার, 
মুক্তির বার্তা নিয়ে এবার।