পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’ দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানার আশঙ্কা দেখা দিয়েছে। এই ঘূর্ণিঝড় ক্রমশ ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
সর্বশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ১২ টার দিকে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৬৫ কিমি, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬০০ কিমি, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৪০ কিমি এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৯৫ কিমি দূরে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে এবং দমকা হাওয়ার আকারে এটি ঘণ্টায় ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র খুবই উত্তাল হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে, আবহাওয়া অধিদপ্তর দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
উপকূলীয় এলাকার বাসিন্দাদেরকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশাবলী মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।