২০২৫ সালের পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই প্রথম হজ ফ্লাইটটি উদ্বোধন করবেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ড. খালিদ হোসেন জানান, অনলাইন প্ল্যাটফর্মে হজযাত্রীদের বাড়িভাড়ার রিকোয়েস্ট সাবমিট ও অনুমোদনের জটিলতার কারণে প্রায় ১০ হাজার ৪৮৭ জন হজযাত্রী সৌদি আরব যেতে না পারার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, যদি কোনো হজযাত্রী এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে হজে যেতে না পারেন, তবে তার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজে অংশ নেবেন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও উন্নত সেবা নিশ্চিত করা হয়েছে। জেদ্দা, মদিনা ও ঢাকার হজ অফিসে পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ অন্যান্য অপারেটররা নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবে।
চলতি বছরে মোট ১,২৭,১৯৮ জন মুসল্লি হজে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১৫,০০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১,১২,১৯৮ জন।
এ বছর হজ খরচ আগের বছরের তুলনায় ১ লাখ টাকার বেশি কমানো হয়েছে। সরকার দুইটি প্যাকেজ ঘোষণা করেছে:
প্যাকেজ-১: মসজিদুল হারাম থেকে ৩ কিমি দূরত্বে আবাসন, খরচ: ৪,৭৮,২৪২ টাকা
প্যাকেজ-২: মসজিদুল হারাম থেকে ১.৫ কিমি দূরত্বে আবাসন, খরচ: ৫,৭৫,৬৮০ টাকা
বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪,৮৩,১৫৬ টাকা।
এবার হজ প্যাকেজ নির্ধারণে সৌদি রিয়ালের মান ধরা হয়েছে ৩২.৫০ টাকা, যেখানে গত বছর ছিল ২৯.৭৪ টাকা। যদিও সৌদি অংশের কিছু খরচ বেড়েছে, তবুও সামগ্রিকভাবে খরচ কমানো সম্ভব হয়েছে।
হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৪ অথবা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।