এসএসসি ২০০১ ব্যাচের রি-ইউনিয়ন বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০৩:২৪ অপরাহ্ণ   |   ৭১৪ বার পঠিত
এসএসসি ২০০১ ব্যাচের রি-ইউনিয়ন বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:--


পলাশবাড়ী উপজেলা প্রতিনিধিঃ পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ২০০১ ব্যাচের বন্ধুদের রি-ইউনিয়ন বাস্তবায়ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও এক প্রীতিভোজের আয়োজন সু সম্পন্ন হয়েছে। 


 



গতকাল শুক্রবার পলাশবাড়ী তিনমাথা মোড়ে বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ২০০১ ব্যাচের বন্ধু শাহজাহানের ৪ তলা ভবনে বিকেল ৪ টায় এই প্রস্তুতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

 



রিইউনিয়ন বাস্তবায়নের লক্ষ্যে ইঞ্জিনিয়ার ঈমাম হাসান জিকো'কে প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী শাহজাহান মিয়াকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
 

আগামী ঈদ-উল আজহার তৃতীয় দিন রি-ইউনিয়ন উদযাপন করা হবে বলে প্রস্তুতি সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। 
 

রি-ইউনিয়ন বাস্তবায়নের লক্ষ্যে এসএসসি ২০০১ ব্যাচের সকল বন্ধুদের দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে।