সেনাবাহিনীর অভিযানে নেত্রকোণায় দুই জুয়াড়ি আটক

প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৪ ০৩:০৭ অপরাহ্ণ ৩৮২ বার পঠিত
সেনাবাহিনীর অভিযানে নেত্রকোণায় দুই জুয়াড়ি আটক

ঢাকা প্রেস,নেত্রকোনা প্রতিনিধি:-

 

নেত্রকোণার মেছুয়া বাজার এলাকায় জুয়ার আসর থেকে এক সাবেক সেনা সদস্যসহ দুই জুয়াড়িকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১৭ নভেম্বর) রাতে সবজির আড়তের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
 

আটককৃত ব্যক্তিরা

  • মো. আলামিন (৪৫): সদর উপজেলার খতিবনগুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
  • মোসেফ কাক্কা বুলবুল: সাতপাই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং সাবেক সেনা সদস্য।


সেনা সদস্যরা অভিযানে নগদ ৫,৪০০ টাকা, আট সেট তাস এবং একটি মোবাইল ফোন জব্দ করেন।


সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টায় নেত্রকোণা সেনা ক্যাম্পের সার্জেন্ট মোত্তাহিরুলের নেতৃত্বে টহল দল মেছুয়া বাজারের কাঁচামালের আড়তের দ্বিতীয় তলায় অভিযান চালায়। অভিযানে জুয়ার বোর্ড পরিচালনার অভিযোগে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। তবে দীর্ঘদিন ধরে জুয়ার আসর পরিচালনার বিষয়ে প্রমাণ পাওয়ায় রোববার তাদের গ্রেপ্তার করা হয়।


স্থানীয়দের দাবি, আটককৃত মোসেফ কাক্কা বুলবুল দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জুয়ার আসর চালাচ্ছিলেন। এছাড়া সময় টিভি ও নিউজ ২৪ টিভির নামে প্রতিদিন ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।


নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সেনাবাহিনীর হাতে আটককৃতদের হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।