কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের লক্ষীপুর মোড়ে লরির চাপায় নাজমুল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নাজমুল দেবিদ্বার উপজেলার এলাহাবাদ পূর্বপাড়ার বাসিন্দা। চার মাস আগে বিয়ের জন্য প্রবাস থেকে দেশে ফিরেছিলেন তিনি। দুই মাস আগে সম্পন্ন হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, আরও কয়েকদিন পরই তার বিদেশে ফেরার কথা ছিল।
কিন্তু নতুন জীবনের স্বপ্ন ও প্রবাসে ফেরার আশায় বুক বাঁধা সেই যুবকের জীবন শেষ হয়ে গেল সড়কের বুকে—একটি দুর্ঘটনা কেড়ে নিল তার সমস্ত স্বপ্ন।