রৌমারীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ   |   ৬৩ বার পঠিত
রৌমারীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মো:হারুন অর রশিদ -রৌমারী, কুড়িগ্রাম:

 

 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর বাগুয়ারচর গ্রামের চাঁন মিয়ার ছেলে আসিবুর রহমান (আসিব), বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলা শেষে দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শনিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, আসিব বিদ্যুৎ লাইন টানানোর কাজে বেশ অভিজ্ঞ ছিল এবং খেলার সময় প্রায়ই নিজেই লাইন টানাত। সেদিনও খেলা শেষে সে বন্ধুদের বলেছিল, “তোরা থাক, লাইন আমি নিজেই খুলি।” কিন্তু লাইন খুলতে গিয়েই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।

 

পরে সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আসিব অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।