ঢাকা প্রেস নিউজ
খুলনায় ঘূর্ণিঝড় দানার প্রভাব ক্রমশ কমতে শুরু করেছে। এক সময় আতঙ্কিত উপকূলবাসীরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বুধবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডবের পর, আজ শুক্রবার আকাশ পরিষ্কার হয়েছে।
দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা নিশিত কুমার মণ্ডল বলেন, "আইলা আমাদের সর্বস্বান্ত করে দিয়েছিল। তাই এই ঝড়ে আমরা খুবই ভয় পেয়েছিলাম।" তিনি আরও যোগ করেন, "নদীর পাড়ের বাসিন্দা হিসেবে আমরা সবসময় ঝড়ের আশঙ্কা নিয়ে থাকি।"
খুলনা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় দানা ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করেছে। খুলনায় ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যদিও দুপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা তেমন গুরুতর কোনো ক্ষতি করবে না বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
কয়রা উপজেলার কপোতাক্ষ নদের পাড়ে গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা বাঁধের উপর দাঁড়িয়ে নদীর পানি পর্যবেক্ষণ করছেন। ইদ্রিস আলী নামে একজন বাসিন্দা বলেন, "গতকাল সারা রাত ঘুম হয়নি। ভয় ছিল বাঁধ ভেঙে যাবে। আজ সকালে দেখি সব ঠিক আছে।"
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় মোকাবিলায় ৬০৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। যদিও পরিস্থিতি খুবই গুরুতর হয়নি, তবুও প্রশাসন সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে।