ঢাকা প্রেস
রাজশাহী প্রতিনিধি:-
রাজশাহীর তানোরে এক অভিনব ঘটনায় সারা এলাকা তোলপাড়। সালমা খাতুন নামে এক নারী শনিবার (৩১ আগস্ট) দুপুরে স্বামীকে তালাক দিয়ে একই দিনে প্রেমিককে বিয়ে করেছেন। মুন্ডুমালায় কাজী অফিসে এই বিবাহ বিধি সম্পন্ন হয়।
প্রেমিকের বাড়িতে নির্যাতন এর আগে, গত বৃহস্পতিবার সালমা খাতুন প্রেমিক শাহিন আলমের বাড়িতে যান। সেখানে শাহিনের পরিবার তাকে মারধর করে এবং খুঁটিতে বেঁধে রাখে। মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির এসআই শাহাজুল ইসলাম তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
১১ বছরের প্রেম সালমা খাতুনের অভিযোগ, শাহিনের সঙ্গে তার ১১ বছরের প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন সময় শাহিনকে টাকা ও উপহার দিয়েছেন তিনি।
বিবাহ ও দেনমোহর শনিবার দুপুরে সালমা খাতুন আগের স্বামী মাসুদ রানাকে তালাক দিয়ে শাহিন আলমকে বিয়ে করেন। এই বিয়েতে ৫ লাখ টাকা দেনমোহর ধরা হয়।
পুলিশের ভূমিকা মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সালমার ভাই এই বিবাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক প্রতিক্রিয়া এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এই বিষয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন।