ঢাকা প্রেস নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।
দুই আসামি হলেন ট্রাকচালক মুজিবুর রহমান (৪০) এবং তার ছেলে ও ট্রাকের সহকারী (হেলপার) মো. রিফাত মিয়া (১৮)। সম্পর্কে তারা বাবা-ছেলে এবং ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা।
শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ শাহজাহান জানান, নিরাপদ সড়ক আইনে দায়ের করা মামলায় ট্রাকচালক মুজিবুর রহমান ও হেলপার রিফাত মিয়ার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। তবে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সারজিসের গাড়িবহরে একটি ট্রাক ধাক্কা দেয়। পরদিন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির চালক আহমদ নেওয়াজ লোহাগাড়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।