সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও জনসভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (২০ আগষ্ট) বিকেলে উপজেলার রাজাপুর বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
"জাতীয়তাবাদ সেবা ঐক্য প্রগতি, স্বেচ্ছাসেবক দলের মূলনীতি" স্লোগানে জনসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।
জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির সদস্য এডভোকেট শরীফুল হক মুক্তা, এডভোকেট আব্দুল কাদের মিয়া, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যক্ষ আশরাফ আলী, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীম ও আব্দুস সালাম মোল্লা,বনপাড়া পৌরসভার সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহানূর খলিফা শাহীন,আসাদ মোল্লা বক্তব্য রাখেন।