ঢাকা প্রেস নিউজ
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
আহত শিক্ষার্থীরা জানিয়েছে, তারা শুধুমাত্র তাদের জায়েজ দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল। অথচ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুলিবিদ্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে, পুলিশ এই গুজবকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
কুমিল্লা পুলিশ সুপার সাইদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।