ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকা। এক সময়ের সবুজ ফসলি জমি, আজ পানির বিশাল বিস্তার। বন্যার তাণ্ডবে স্বপ্ন ও সম্পদের ধ্বংসাবশেষে পরিণত হয়েছে গ্রাম।
মো. আল আমিন নামের এক বাসিন্দা তার সব সঞ্চয় হারিয়েছেন। ঘরের স্বর্ণালঙ্কার, জমির দলিল সবই পানির সঙ্গে বিলীন হয়ে গেছে। তিনি বলেন, "দুর্গতির কথা বলে শেষ করা যাবে না।"
আমিনুল ইসলাম নামে আরেক কৃষকের দুই কানি জমির ধানের চারা পানিতে ডুবে গেছে। তিনি হতাশ হয়ে বলেন, "যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। আমাদের সব শেষ হয়ে গেল।"
রোবেল মিয়া নামের এক দিনমজুরের পরিবারও বন্যার কবলে পড়েছে। ঘরের সঙ্গে সব কিছু হারিয়ে তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, "ঘরটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। খুবই দুশ্চিন্তায় আছি।"
কুমিল্লা জেলার প্রায় ১০ লাখ ৫০ হাজার মানুষ বর্তমানে বন্যাকবলিত। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। মানুষের দুর্ভোগের শেষ নেই।