আজ গণঅভ্যুত্থান দিবস

প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ ১৫১ বার পঠিত
আজ গণঅভ্যুত্থান দিবস

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উনসত্তরের গণঅভ্যুত্থান একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি সংগ্রামী জনতা শাসকগোষ্ঠীর দমন-পীড়ন ও সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে নিহত হন নবকুমার ইন্সটিটিউশনের নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান মল্লিক ও রিকশাচালক রুস্তম আলী। এই হত্যার পর আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং ফলস্বরূপ স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটে।

গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অগ্রযাত্রার একটি মাইলফলক। এই দিনটিতে আমরা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মদানের মধ্য দিয়েই আমরা আজ স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি।

গণঅভ্যুত্থান দিবসে আমরা সকলকে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি আপোষহীন লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানাই।