এনসিপিসহ তিন দলের নতুন নির্বাচনি জোটের ঘোষণা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ণ   |   ৬১ বার পঠিত
এনসিপিসহ তিন দলের নতুন নির্বাচনি জোটের ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন নির্বাচনি জোট ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে জোটে থাকার কথা থাকলেও গণঅধিকার পরিষদ শেষ পর্যন্ত এতে অংশ নেয়নি।
 

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
 

দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে, “জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের লক্ষ্যে আগ্রহী দলের মধ্যে রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য”।
 

এর আগে, গত মাসের শেষ সপ্তাহে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণঅধিকার পরিষদের মধ্যে নির্বাচনি জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। ২৭ নভেম্বর রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এই জোটের আত্মপ্রকাশের পরিকল্পনা ছিল। এর আগের দিন গভীর রাত পর্যন্ত চার দলের নেতারা ঢাকার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে বৈঠক করেন।
 

তবে ইসলামি ছাত্রশিবিরের সাবেক নেতাদের একাংশের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) এই জোটে অন্তর্ভুক্তির বিষয়ে এনসিপি নেতাদের তীব্র আপত্তি ছিল। এছাড়া গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের মধ্যে জোটে যোগদানের বিষয়ে মতবিরোধ থাকায় ওই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। এ কারণে জোট নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়।