হোসেন বাবলা (চট্টগ্রাম):-
চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার আহলে বাইতে রাসুল( স:) স্বরণে ১০ দিনব্যাপি শাহাদাতে কারবালা মাহফিলে ৪র্থ দিবসে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন,বিদ্বেষ বিভেদ বৈরিতা হিংসা থেকে পৃথিবীতে হানাহানি যুদ্ধ সংঘাত ছড়িয়ে পড়ছে। ইয়াজিদ বিদ্বেষ ও হিংসায় উন্মত্ত হয়ে হযরত ইমাম হোসাইন (রা:) ও আহলে বায়তে রাসূলের (দ.) প্রতি জঘন্য নির্মমতা ও নৃশংসতা দেখিয়েছিল।
ইয়াজিদের পতন হয়েছে। কিন্তু ইয়াজিদি নির্মমতার দৃষ্টান্ত এখনো থামেনি। বিদ্বেষ বিভেদ বৈরিতা ও হিংসায় উন্মত্ত পৃথিবীতে শান্তি ও জনস্বস্তি ফিরিয়ে আনতে হযরত ইমাম হোসাইন (রা.) চর্চিত সর্বজনীন প্রেম ভালোবাসা ও মৈত্রীর আদর্শ গভীরভাবে ধারণ করতে হবে।
এ পথেই রয়েছে শান্তি, মুক্তি ও নাজাত। চতুর্থ দিবসে কারবালা মাহফিলে আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ খায়রুল মোস্তাফা আমেরী সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা নুরুল কবির, মাওলানা এনাম রেজা আল কাদেরী, আল্লামা মঈনুদ্দীন খান মামুন, পটিয়া সদর বনিক সমিতির সভাপতি গাজী আমির হোসেন, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ সৈয়দ, ডাঃ মোঃ আজাদ, সদস্য সচিব মজিবুর রহমান, সাংবাদিক সেলিম চৌধুরী, কৃষকদল নেতা আলমগীর আলম, এলডিপি নেতা মো: শাহ আলম বেলাল,নুরুল আলম, দিদারুল আলম, ফারুক, আমিন, দেলোয়ার প্রমুখ।
এর আগে এম এয়াকুব আলী আমি ভান্ডার দরবারের মাজার জেয়ারত করেন।এসময় দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।