
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিসহ কলেজ অঙ্গন মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আফাজ উদ্দিন
চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল ওদুদ
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মুহাম্মদ ইনসান আলী
সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোসাঃ শামশুন নাহার
রাজশাহী সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তানভিরুল হক
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা পড়ালেখার পাশাপাশি নৈতিক, সাংস্কৃতিক ও মানবিক বিকাশে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি সাজানো হয়।