কুমিল্লা-৯ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষ প্রার্থী আবুল কালামকে সমর্থন দিলেন সামিরা আজীম দোলা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ জানুয়ারি ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ   |   ৪৯ বার পঠিত
কুমিল্লা-৯ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষ প্রার্থী আবুল কালামকে সমর্থন দিলেন সামিরা আজীম দোলা

রিমু আফরাতুল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম (অব.) কর্নেল আনোয়ারুল আজীমের কন্যা সামিরা আজীম দোলা। তিনি এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের আবুল কালামকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) সামিরা আজীম দোলা তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা এবং দলীয় নেতৃবৃন্দের উদ্যোগে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

সামিরা আজীম দোলা জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন। বিএনপির কুমিল্লা দক্ষিণ সংসদীয় আসনের সমন্বয়ক হাজি আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারের উদ্যোগে এ সমঝোতা হয়। এর ফলে তিনি ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

তিনি আরও বলেন, দল ও প্রতীকের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপির পক্ষে কাজ করে যাবেন। একই সঙ্গে তারেক রহমানের মনোনীত প্রার্থী আবুল কালামের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ধানের শীষের প্রার্থী মো. আবুল কালাম বলেন, দলের সুসংগঠিত ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিজয় নিশ্চিত করতে সবাই একসঙ্গে কাজ করবেন। তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই ধানের শীষের লোক এবং ধানের শীষকে বিজয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”