কারফিউর আঁধারে নিমজ্জিত ঢাকা

প্রকাশকালঃ ০৪ আগu ২০২৪ ১১:৪৪ অপরাহ্ণ ৫৫ বার পঠিত
কারফিউর আঁধারে নিমজ্জিত ঢাকা

ঢাকা প্রেস নিউজ


রাজধানী ঢাকা রোববার কারফিউর আঁধারে নিমজ্জিত হয়েছে। আগের দিনের রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার জের ধরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে রাজধানীর বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হওয়ায় জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে।

 

কারফিউ জারির ফলে রাজপথগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছে। সিএনজি ছাড়া অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রিকশা ও মোটরসাইকেলও খুব কম দেখা যাচ্ছে। দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ট্রেন ও লঞ্চও চলছে না।
 

একান্ত প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া মানুষজন যানবাহনের অভাবে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অফিস-আদালত বন্ধ হওয়ার পর কর্মচারীরা বাড়ি ফেরার পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেকেই হেঁটে বা ভ্যানে করে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। রিকশা ভাড়াও কয়েকগুণ বেড়ে গিয়েছে।
 

সচিবালয়ের কর্মচারী আজিজুল হক জানিয়েছেন, কলাবাগানের রিকশা ভাড়া ৩০০ টাকা চাওয়া হচ্ছে। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো প্রায় শূন্য। মোড়ে মোড়ে বিভিন্ন দলের কর্মীরা অবস্থান করছেন।
 

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। তারা স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হয়ে পড়েছেন।