কুড়িগ্রামের ধরলা সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ার পর আংশিক যান চলাচল শুরু

প্রকাশকালঃ ১২ জুলাই ২০২৪ ১২:০৩ পূর্বাহ্ণ ৬২৯ বার পঠিত
কুড়িগ্রামের ধরলা সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ার পর আংশিক যান চলাচল শুরু

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-



দ্বিতীয় ধাপের বন্যায় ধসে গেছে সেতুর অংশ

কুড়িগ্রামের ধরলা সেতুর সংযোগ সড়কের কিছু অংশ দ্বিতীয় ধাপের বন্যার পানির তোড়ে গত বৃহস্পতিবার সকালে ধসে পড়ে। এতে নাগেশ্বরী, ফুলবাড়ি ও ভূরুঙ্গামারী উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 

দ্রুত মেরামতের পর আংশিক যান চলাচল শুরু

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) দ্রুত পদক্ষেপ নিয়ে ধসে যাওয়া অংশ মেরামত করে। বালু ও খোয়া দিয়ে ভরাট করে আংশিক যান চলাচলের ব্যবস্থা করা হয়। তবে বৃষ্টি থেমে গেলে স্থায়ীভাবে মেরামত করা হবে বলে জানিয়েছেন সওজের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম।
 

বন্যায় ডুবেছে বেশ কিছু পাকা সড়ক

এদিকে, বন্যার পানি বৃদ্ধি পেয়ে ধরলা নদীর তীরবর্তী ভোগডাঙ্গা, পাঁচগাছী ও শুলকুর বাজার এলাকার বেশ কয়েকটি পাকা সড়কও ডুবে গেছে। ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
 

স্থানীয়দের ভোগান্তি

ধরলা সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ায় ও বন্যার পানিতে পাকা সড়ক ডুবে যাওয়ায় নাগেশ্বরী, ফুলবাড়ি ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের যাতায়াতে ব্যাহত হচ্ছে। এছাড়াও, বাজারে পণ্য পরিবহনেও সমস্যা দেখা দিচ্ছে।