 
                            
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আব্দুল কাদের মিলন (৩৫) নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে হাফেজ আব্দুর রহীম এতিমখানার সামনে এ হামলার ঘটনা ঘটে।
 
গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন শনিবার (১২ এপ্রিল) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।
 
নিহত মিলন চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিন মাঝি বাড়ির মো. ইসমাইলের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা প্রথমে মিলনকে আটক করে হাফেজ আব্দুর রহীম এতিমখানার সামনে নিয়ে যায়। এরপর প্রায় চার ঘণ্টা ধরে লোহার পাইপ দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে।
 
মিলনের স্ত্রী বিবি জুলেখা অভিযোগ করে বলেন, মৃত্যুর আগে মিলন হামলাকারীদের নাম বলে গেছেন। তিনি দাবি করেন, হামলাকারীরা ২০-২৫ জনের একটি দল এবং তারা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
 
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন। তিনি বলেন, "বিএনপির কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়। মিলন দীর্ঘদিন এলাকায় মাদক ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধেই মানুষের ক্ষোভ ছিল।"
 
একই সুরে কথা বলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানও। তিনি বলেন, "জামায়াত-বিএনপির কেউ এতে জড়িত নয়। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে।"
 
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত চলছে, তবে এখনো হত্যাকাণ্ডের পেছনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    