ভোলায় বাস শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ১২:২২ অপরাহ্ণ   |   ৯৬ বার পঠিত
ভোলায় বাস শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

ভোলা প্রতিনিধি:-

 

ভোলার চরফ্যাশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজি চালকদের হাতে বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন। রোববার (২৭ এপ্রিল) বিকেল থেকে ভোলা-চরফ্যাশন মহাসড়কে শুরু হয়েছে এই ধর্মঘট।
 

ধর্মঘটের কারণে সোমবার ভোলার বীরশ্রেষ্ঠ বাস টার্মিনাল থেকে কোনো বাস অভ্যন্তরীণ কিংবা দূরপাল্লার রুটে ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট ছোট যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
 

ভুক্তভোগী যাত্রীরা জানান, বাস চলাচল বন্ধ থাকায় দ্বিগুণ ভাড়া গুনে তাদের যাত্রা করতে হচ্ছে, একইসঙ্গে সময়ও লাগছে বেশি।
 

এদিকে শ্রমিকদের মারধরের প্রতিবাদে বাস শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা অন্যান্য যানবাহনের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
 

ভোলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানিয়েছেন, হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। পাশাপাশি তিনি মহাসড়কে সব ধরনের থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিও জানিয়েছেন।