মেসির ১০০ গোল

প্রকাশকালঃ ২৯ মার্চ ২০২৩ ১২:৪৮ অপরাহ্ণ ৪৪৩ বার পঠিত
মেসির ১০০ গোল

লিওনেল মেসির ক্যারিয়ারে অর্জনের আর বাকি কী ছিল। ক্লাব ফুটবলে সম্ভব-অসম্ভব সবই জিতেছেন। দেশের হয়ে জিতেছেন কোপা ও সর্বশেষ বিশ্বকাপ। কিন্তু দুর্দান্ত ক্যারিয়ারে আরও অর্জনের পথে মেসির হাঁটা এখানেই থেমে যাবে কেন! তাই বিশ্বকাপ জেতার পরেও নতুন নতুন পালক যুক্ত হচ্ছে তাঁর অর্জনের মুকুটে।

এবার মেসির কীর্তি আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল। আজ ভোরে কুরাসাওয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন মেসি। আর এ ম্যাচেই দেশের হয়ে শততম গোলটি পেয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর্জেন্টিনার হয়ে মেসির গোলসংখ্যা এখন ১০২। দেশের হয়ে ১৭৪টি ম্যাচ খেলেছেন মেসি।

২০১৬ সালে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক হন মেসি। এর আগে এই কীর্তি ছিল গ্যাব্রিয়েল বাতিস্তুতার। তার গোলসংখ্যা ৫৪।

ম্যাচের ১৯ মিনিটে সান্তিয়াগো দেল এস্তেরো স্টেডিয়াম কাঁপিয়ে ১০০তম গোলটি করে ফেলেন মেসি। পানামার বিপক্ষে আগের ম্যাচেই ক্যারিয়ারে ৮০০তম গোলটি পেয়েছিলেন তিনি। 

৩৩ মিনিটে তিনি দ্বিতীয় গোলটি করেন। হ্যাটট্রিক পূরণ করেন জিওভানি লো সেলসোর পাস থেকে দারুণ ঠান্ডা মাথায়।