শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভবনে আগুন, নিয়ন্ত্রণে আনা হয়েছে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভবনে আগুন, নিয়ন্ত্রণে আনা হয়েছে

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর একটি ভবনে আগুন লাগে বুধবার বেলা ১১টা ১৪ মিনিটে। উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
 

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বেলা ১১টা ৩২ মিনিটে।

 


 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, হাসপাতালের ‘এ’ ব্লকের চতুর্থ তলায় ডেন্টাল অনুষদের ক্লাসরুমের পাশের করিডরের সিলিংয়ে আগুনের উৎস শনাক্ত করা হয়েছে।
 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।