রদ্রিগুয়েজের সাথে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় বার্সেলোনা

প্রকাশকালঃ ১৩ মে ২০২৪ ০৭:০৩ অপরাহ্ণ ২৬৫ বার পঠিত
রদ্রিগুয়েজের সাথে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় বার্সেলোনা

এখনও ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের দরজা খোলেনি। এর মধ্যেই ৩০ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার গুইদো রদ্রিগুয়েজের সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছে গেছে বার্সেলোনা।
ফুটবল দলবদল বিশেষজ্ঞ ফ্যাবরিজিও রোমানো এবং আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, ক্লাব ও ফুটবলার ২ বছরের চুক্তির বিষয়ে সম্মত হয়েছেন। চুক্তির নবায়নের শর্তও যুক্ত আছে। তবে চুক্তি এখনই স্বাক্ষর হয়নি।  
বার্সেলোনা চলতি মৌসুমে মিডফিল্ডে বেশ সমস্যায় পড়েছে। তরুণ প্রেদি ও পাবলো গাভি ইনজুরিতে পড়ায় মাঝমাঠে নিয়ন্ত্রণ হারিয়েছিল দল। এছাড়া সের্গিও বুসকেটসের অভাব পূরণ করার মতো কাউকে কিনতেও পারেনি ক্লাবটি। রিয়াল বেটিসে খেলা গুইদো রদ্রিগুয়েজ ও বায়ার্ন মিউনিখে খেলা জসুয়া কিমিখকে নজর করেছিল বার্সা।
জার্মান মিডফিল্ডার কিমিখকে কিনতে ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে, তার বেতনও বেশি।
অন্যদিকে রদ্রিগুয়েজের সাথে বেটিসের চুক্তি শেষ হচ্ছে, তাই তাকে বিনামূল্যে পেতে পারবে বার্সা। 
ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, বার্সা কোচ জাভি মনে করেন রদ্রিগুয়েজ তাদের মিডফিল্ডের সমস্যা সমাধানে আদর্শ সমাধান হবেন। আগামী মৌসুমে আর্জেন্টাইন এই মিডফিল্ডার বার্সা কোচের পরিকল্পনায় খুব ভালোভাবে আছেন। 
আর্জেন্টিনার হয়ে ৬ বছরে ২৯ ম্যাচ খেলেছেন। বেটিসে ৫ মৌসুমে ১৬৬ ম্যাচ খেলেছেন। এর আগে ৪ মৌসুম মেক্সিকান ক্লাবে ছিলেন।