পোস্টাল ভোটে নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত: ইসির ঘোষণা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ ডিসেম্বর ২০২৫ ০৬:২৩ অপরাহ্ণ   |   ৭৬ বার পঠিত
পোস্টাল ভোটে নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত: ইসির ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। শনিবার নির্বাচন কমিশন (ইসি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায়।
 

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, তফসিল ঘোষণার তারিখ থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এসব ভোটার অনলাইনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
 

ইসি জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় ভোটারদের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান অত্যাবশ্যক। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে অবস্থানকালীন দেশের ঠিকানা স্থানীয় প্রচলিত নিয়মে দিতে হবে। প্রয়োজন হলে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে। ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যথায় পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।
 

এদিকে, ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেট অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৪১৭ জন প্রবাসী বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। শনিবার দুপুর ২টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।