আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকালে বসতবাড়ির পাশের একটি কৃষিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম জান্নাতি (১৫)। সে স্থানীয় নবম শ্রেণির ছাত্রী এবং কাগজিপাড়া গ্রামের কৃষক জাহিদুল হকের মেয়ে। পুলিশ জানিয়েছে, জান্নাতির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
জান্নাতির চাচা খলিল দাবি করেছেন, রাতের কোনো এক সময় কয়েকজন ব্যক্তি জান্নাতিকে ঘর থেকে বের করে নিয়ে হত্যা করে পাশের জমিতে ফেলে রেখে যায়। তিনি অভিযোগ করেন, তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছে এবং সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের সন্দেহ।
খলিল বলেন, "রাতে হামলার সময় বাড়ির লোকজন চিৎকার করছিল। ওরা লাঠি হাতে এসেছিল। সকালে জান্নাতির লাশ খুঁজে পাই। আমরা তাদের চিনি যারা এই ঘটনা ঘটিয়েছে।"
তবে খলিলের দাবির পক্ষে নিরপেক্ষ কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয়রাও রাতের সময় চিৎকার বা অপহরণের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। যদিও জমি নিয়ে বিরোধের বিষয়টি তারা স্বীকার করেছেন, তবে কে বা কারা হত্যাকাণ্ডে জড়িত তা কেউ নিশ্চিত করতে পারেননি।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, "মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে অন্য কোনো আলামত পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"